কুষ্টিয়ায় গোপন বৈঠক’ থেকে জামায়াতের ৫ নারী নেত্রী আটক

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ১১ নম্বর আব্দালপুর ইউনিয়নে নাশকতার উদ্দেশে ‘গোপন বৈঠককালে’ পাঁচ নারী জামায়াত নেত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পশ্চিম আব্দালপুর বাজার এলাকার নজরুল ইসলামের বাড়িতে তার স্ত্রী নিগার সুলাতানার নেতৃত্বে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার ভাই মৃত লুৎফর রহমান বিশ্বাসের স্ত্রী সেলিনা খাতুন (৫৫), চাচাতো ভাই নজরুল ইসলামের স্ত্রী সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানা (৪৫), রবিউল ইসলামের স্ত্রী সাহিদা বেগম (৫০), আলতাফ মণ্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৩৬) ও গোলাম ফারুকের স্ত্রী শামীমা নাসরিন (৪২)।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রতন জানান, পুলিশের কাছে খবর আসে ইবি থানার পশ্চিম আব্দুলপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে ‘গোপন বৈঠক’ করছে জামায়াতে ইসলামের কয়েকজন নারী কর্মী। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় বৈঠক স্থল থেকে জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একই অভিযোগে এর আগেও তাদের গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানান ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে। নাশকতার উদ্দেশে ‘গোপন বৈঠকের’ অভিযোগে পুলিশের হাতে আটক আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিবারের সদস্যরা জামায়াতের রাজনীতির সাথে যুক্ত থাকার বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন।

 

আপনার মতামত লিখুন :