বিশ্ব নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙার শপথ

প্রকাশিত : ৮ মার্চ ২০২০

বিশ্ব নারী দিবসের প্রথম প্রহরে ‘প্রজন্ম হোক সমতার, নিশ্চিত হোক নারী অধিকার’ স্লোগানকে সামনে রেখে মোমবাতির আলোয় আঁধার ভাঙার শপথ নিয়েছেন নারীরা। রবিবার (৮ মার্চ) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উপদেষ্টা ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম প্রমুখ। এ দিন নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হলের ছাত্রীসহ বিপুল সংখ্যক নারী কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হন। এর আগে নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদী গান ও নৃত্য পরিবেশন করা হয়।

এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যেই প্রতিপাদ্য, স্লোগানকে সামনে রেখে নারী দিবস উদযাপিত হচ্ছে, সেই স্লোগান যেন আমরা মনেপ্রাণে ধারণ করি। নারীর মর্যাদা, অধিকার সংরক্ষণে আমরা যে পিছিয়ে আছি, সেটি দূর করতে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। নারীর অধিকারের বিপক্ষে যত শক্তি আছে সেই শক্তিকে পরাজিত করতে হবে। মেহের আফরোজ চুমকি বলেন, নারীর অধিকার রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নারীদের অধিকার নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।

আপনার মতামত লিখুন :