কিশোরীর সন্তান প্রসব: ধর্ষণের অভিযোগে বেকারির মালিক গ্রেফতার

প্রকাশিত : ১৫ জুলাই ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৬০) নামে এক বেকারির মালিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠিয়েছে তারাকান্দা থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তি তারাকান্দা উপজেলার কাকচর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। গত ৭ জুলাই ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ওই কিশোরী কন্যা সন্তান প্রসব করলে ধর্ষণের বিষয়টি সামনে আসে। পরে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব ভাটিয়াপাড়া গ্রামের চান্দের বাজারে বেকারির ব্যবসা করতেন। তার বেকারিতে ময়মনসিংহ সদর উপজেলার মজমপুর গ্রামের শ্রমিক ইয়াদ আলী কাজ করতেন। ইয়াদ আলীর কিশোরী কন্যা তার বাবার কর্মস্থলে আসা যাওয়া করতো। সে সুবাদে বেকারি মালিক আব্দুল মোতালেবের কু-দৃষ্টি পড়ে মেয়েটির ওপর। একপর্যায়ে ওই বেকারির মালিক আব্দুল মোতালেব বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে কিশোরীর বাবা ইয়াদ আলী বাদী হয়ে আব্দুল মোতালেবসহ তিন জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন আদালতে। পরে বিজ্ঞ আদালতের নির্দেশে তারাকান্দা থানা পুলিশ বুধবার আব্দুল মোতালেবের বিরুদ্ধে একটি মামলা রুজু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে গৌরীপুর উপজেলার শাহবাজপুর এলাকা থেকে আব্দুল মোতালেবকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল বলেন, আসামি আব্দুল মোতালেবকে বুধবার ময়মনসিংহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন

আপনার মতামত লিখুন :