করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সহায়তা পেল কলাপাড়ায় কর্মহীন নৌ শ্রমিকরা


প্রকাশিত : ১৫ জুলাই ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। করোনা ভাইরাস পরিস্থিতিতে কলাপাড়া-ঢাকা নৌ-রুটে দীর্ঘ দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ। তাই কর্মহীন হয়ে পড়ে কলাপাড়ায় লঞ্চ ঘাটের নৌ-শ্রমিকরা। তাদের হাতে নেই কোন কাজকর্ম। এক পর্যায় পরিবার পরিজন নিয়ে তারা অসহায় হয়ে পড়ে।

এ অবস্থায় কলাপাড়ায় লঞ্চ ঘাটের ৩০ জন নৌ-শ্রমিক পেয়েছে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক তাদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তৈল, এক কেজি লবন, এক কেজি চিনি প্রদান করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মো.হাবিবুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাব’র সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো.নুরজ্জামালসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ