কলাপাড়ায় ১০ অসচ্ছল সাংস্কৃতিককর্মী পেল প্রধানমন্ত্রীর অনুদান


প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি সেপ্টেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় ১০জন অসহায়, অসচ্ছল সাংস্কৃতিককর্মী পেল প্রধানমন্ত্রীর অনুদানের চেক। ১৫ আগষ্ট উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদের দরবার হলে আনুষ্ঠানিক ভাবে এ অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।

এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সত্তার সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। চেক বিতরন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মী মোস্তফা জামান সুজন। অনুষ্ঠানে উপকারভোগী প্রত্যেক সাংস্কৃতিককর্মী ২৫০০ টাকার চেক পেয়েছেন।

উপকারভোগী তবলা প্রশিক্ষক মো.আল আমিন পাপন বলেন, ১৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর এ অনুদানের চেক আমরা হাতে পেয়েছি। এতে আমাদের খবই খুশি।

উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, ’দেশের দরিদ্র অস্বচ্ছল সকল শ্রেনী, পেশার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ দিবস ও উৎসবের দিনে সহায়তা প্রদান করে থাকেন। এজন্যই তাকে মানবতার মা বলে দেশের মানুষ সম্বোধন করে।

 

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ