কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত : ১ সেপ্টেম্বর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে টুঙ্গিবাড়িয়া-পাখিমারা খালের উপর নির্মিত ৫টি দোতলা টিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে জেলা প্রশাসনের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.তানভির হোসেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল, কানুনগো আলতাফ হোসেন, ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন, সার্ভেয়ার আজগর আলী ও পুলিশ’র সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল বলেন, জেলা ম্যাজিষ্ট্রেটের নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.তানভির হোসেন উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

আপনার মতামত লিখুন :