সেপ্টেম্বরের মধ্যে হল না খুললে তালা ভাঙবে জাবি শিক্ষার্থীরা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১

৩০ সেপ্টেম্বরের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খোলার দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিল শুরু করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ধরে উপাচার্যের বাসভবনের সামনে থেকে ঘুরে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সমাবেশে ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় খুলতে প্রশাসন কালক্ষেপণ করছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল না খুললে আবারও তালা ভেঙে হলে উঠবে শিক্ষার্থীরা। ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক ঋদ্ধ অনিন্দ্যের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান, দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম ও ইতিহাস বিভাগের নুরুজ্জামান শুভ।

এদিকে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হকের কাছে ১ অক্টোবরের মধ্যে হল খোলার দাবি জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন :