প্রতিমন্ত্রীর বেফাঁস বক্তব্যের তদন্ত চান জিএম কাদের

প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কাকতালীয়ভাবে সরকারের একজন প্রতিমন্ত্রী হঠাৎ করে ধর্মের ব্যাপারে কিছু বেফাঁস কথা বলে ফেললেন। আমি মনে করি, এর পেছনে কিছু আছে, সরকারের পক্ষ থেকে তা গভীরভাবে খুঁজে দেখা উচিত। কারণ তার কথা এই সময়ে আগুনে ঘি ঢালার মতো। শুক্রবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি ঢাকা দক্ষিণ আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, আমরা আশা করছি, এপর্যন্ত যা হয়েছে তা আর বাড়বে না। এই ঘটনা যেন এখানেই শেষ হয়। আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হাজার বছরের ঐতিহ্য আছে। আমরা এটা নিয়ে গর্ববোধ করি। আমরা সবসময় একসাথে ছিলাম। সব উৎসব আমরা একসাথে পালন করছি। তিনি বলেন, আমার এই বয়সে আমি কখনও দুর্গাপূজায় কোনোরকম সমস্যা দেখিনি। আমাদের দেশে একসঙ্গে মন্দিরে পূজা ও মসজিদে নামাজ হয়। সে সম্প্রীতি নষ্টের জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ ঘটনা ঘটিয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, কোনো প্রকৃত হিন্দু কিংবা মুসলিম মূর্তির পায়ে কোরআন রাখতে পারেন না। এটা সাম্প্রদায়িক কিছু নয়। সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে কিছু কুচক্রী মহল এটা করেছে। কারণ, যখন এই ঘটনা ঘটলো, তখন তা ব্যাপকভাবে প্রচার করা হলো। বিভিন্ন জেলায় যারা আগে থেকে প্রস্তুত ছিল, তারা সহিংসতা করে বসল। যারা এটা করছে তারা দেশের শত্রু। তারা আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়।

সরকারকে উদ্দেশ করে জিএম কাদের বলেন, আপনারা এটা উদঘাটন করুন। কেন গোয়েন্দা সংস্থা এমন সমন্বিত প্রয়াস বুঝতে পারলো না! কেন আইন শৃঙ্খলাবাহিনী এটা ধরতে পারলো না! সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :