রুশ-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে ঝুঁকির মুখে ফেলেছে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুলাই ২০২২

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর ফলে বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে উন্নয়নশীল দেশের অর্থনৈতিক বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা জোট ডি-৮ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ করোনা মোকাবেলায় পরিকল্পিত উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ কয়েকটি দেশের মধ্যে একটি দেশ, যারা কোভিড মোকাবেলা করেছে সফলভাবে।

শেখ হাসিনা বলেন, আগামী দশকে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়ে এক সাথে কাজ করতে হবে। আগামী এক দশকের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা, ডি-৮ দেশগুলোর জন্য বিশেষ ইকোনোমিক জোন তৈরি করা, আইটি নির্ভর শিল্প গড়ে তোলার মতো সুপারিশ করেন প্রধানমন্ত্রী। আশাপ্রকাশ করে বলেন, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে হবে আগামী এক দশকে। বক্তব্যে বিকল্প জ্বালানির দিকে জোর দেয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন :