স্বামীর মরদেহ দাফনের পর এসএসসি পরীক্ষা দিলো নববধূ

প্রকাশিত : ২ মে ২০২৩

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর মৃতদেহ দাফনের পর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মিম খাতুন (১৬) নামে এক নববধূ। মঙ্গলবার (২ মে) ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মিম বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ২৮ এপ্রিল মিমের বিয়ে হয় পোশাককর্মী নান্নু মিয়ার সাথে। ৩০ এপ্রিল বাড়ির পাশ থেকে নান্নুর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

স্বজনরা জানান, ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরুর দিন স্বামীর সাথে কেন্দ্রে পৌঁছে বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষা দেয় মিম। এরপর স্বামীকে সাথে নিয়ে উপজেলার আনারপুর গ্রামে বাবার বাড়িতে যায়। রাত দেড়টার দিকে ঘুম থেকে জেগে মিম নান্নুকে বিছানায় না দেখে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ঘরের পাশে গাছের সাথে গলায় রশি পেচানো অবস্থায় নান্নু মিয়ার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।

সোমবার রাতে চালাপাড়া চৈতারপাড়ায় নিজ বাড়িতে নান্নু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বিয়ের দু’দিনের মাথায় স্বামীকে হারানোর পর, মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নেয় মিম।

আপনার মতামত লিখুন :