গলাচিপায় আবাসন প্রকল্পের হত দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন উপজেলা চেয়ারম্যান – শাহিন শাহ

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গলাচিপা পৌরসভায় দুস্থ ও গরিবদের খাদ্য সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌছে দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডে ১৩০ ব্রাক আবাসন প্রকল্প ও ১৪০ ব্রাক আবাসন প্রকল্পে চাল, ডাল, আলু, তেল, সাবান, মাস্ক পৌছে দেন।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ বলেন, করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও জনসমাগম না করে বাড়িতে গিয়ে এগুলো বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী অতিরিক্তি জেলা প্রশাসক জিএম সরফরাজ, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন :