অস্ত্রের মুখে স্কুল-ছাত্রীকে গণধর্ষণ, বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২২

অস্ত্রের মুখে জিম্মিকরে স্কুল-ছাত্রীকে গণধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কচুয়া উপজেলার মাসনী মাধ্যমিক বিদ্যালয়ের অয়োজনে বাধাল বাজারে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

উপজেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীসহ কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা ছরোয়ার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রীটির উপর যে নির্যাতন হয়েছে তা মধ্যযুগীয় নির্যাতনকে হার মানায়। আমাদের মেয়েরা কেউ নিরাপদ না। ধর্ষণকারীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড দেওয়ার আহবান জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনগত রাতে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামে মসনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থীর গলায় ছুরি ধরে পালাক্রমে ধর্ষণ করেপালিয়ে যায়। ওই এলাকার কাদের মোল্লার ছেলে এজাজুল মোল্লা (২২), আজাহার শেখের ছেলে সোহেল শেখ (২২), ইউসুফ শেখের ছেলে টিপু শেখ (২৫), বারেক মোল্লার ছেলে সজিব মোল্লা (২৫)। পরদিন শুক্রবার সকালে বাবা-মা বাড়িতে ফিরে ঘটনা জেনে দ্রুত মেয়েকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

 

আপনার মতামত লিখুন :