নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরীক্ষা চলাকালে এক ছাত্রদল নেতা পরীক্ষার হলে প্রবেশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও-ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
এর আগে দুপুরে বীজবাগ ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হাসান মিরাজ পরীক্ষার সময় হঠাৎ পরীক্ষা হলে প্রবেশ করেন। পরে তিনি পরীক্ষার্থীদের সাথে সৌজন্য বিনিময় করেন এবং কলম–চকলেট বিতরণ করেন।
একই সাথে স্কুলের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ওয়াজদিয়া মাদরাসার শিক্ষক–শিক্ষিকাদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পরীক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পরীক্ষার সময় বহিরাগত প্রবেশ করলে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হয়।
অভিযোগের বিষয়ে বীজবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান মিরাজ বলেন,’ আমরা পরীক্ষা চলাকালীন ঢুকিনি। পরীক্ষা ছিলো একটা থেকে চারটা পর্যন্ত। ছাত্রদল লোগো দেয়া টি–শার্ট পরেই প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে কলম–চকলেট বিতরণ করেছি। অনুমতি না দিলে তো প্রবেশ করতে পারতাম না।’
জয়নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শুকদেব চক্রবর্তী বলেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে সাবেক ছাত্র পরিচয় দিয়ে কয়েকজন তরুণ প্রবেশ করেছে। তারা কলম উপহার দেয়ার কথা বলেছিলো। পরে ফেসবুকে তারা ছাত্রদল পরিচয় দিলেও আমাদের কাছে তা গোপন রেখেছে। শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘পরীক্ষার হলে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। এটা কোনোভাবেই সম্ভব নয়। উপহার দেয়া সম্পূর্ণ বেআইনি।

আপনার মতামত লিখুন :