প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫, ১২:২০ রাত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। তার এই মানবিক ও সৌজন্যমূলক অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টা নিয়মিত খোঁজখবর রাখছেন। শুক্রবার (২৮ নভেম্বর) জারি করা বিবৃতিতে ড. ইউনুস জানান, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সমন্বয়ের বিষয়ে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তার বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার প্রতীক, এবং তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টার এই মানবিক মন্তব্য ও সহানুভূতির প্রকাশকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেত্রীকে ঘিরে এই সম্মানজনক মনোভাব জাতির জন্য ইতিবাচক বার্তা।

 
 
 

Link copied!