আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি রাজধানীতে একটি ব্যতিক্রমী ভ্যান র্যালি আয়োজন করেন, যেখানে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি পুরানা পল্টন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে বিকেল ৪টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। পথজুড়ে ঢোল, পোস্টার, মাইক ও স্লোগানে ছিল নির্বাচনী উত্তাপের ছাপ।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ওসমান হাদি বলেন, “যদি এমপি হতে পারি ইনশাল্লাহ বাকি ২৯৯ এমপির ‘জান’ বের করে ফেলব। যারা চাঁদাবাজি করে, যারা দখল করে—প্রতিটির নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা দেব।” তিনি আরও জানান, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্রের রাজনীতি তিনি ঢাকায় আর চলতে দেবেন না।
তিনি বলেন, তিনি একা প্রার্থী নন; বরং দেশের ৩০০ আসনেই “মাফিয়াতন্ত্রবিরোধী লড়াইয়ের” জন্য তার ভাই-বোনেরা প্রস্তুত। “জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা নয়া রাষ্ট্র নির্মাণে নামব,” —বলেছেন তিনি। লিফলেট বিতরণ প্রসঙ্গে হাদি জানান, সেগুলো তার ব্যক্তিগত অর্থে নয়; শহীদ পরিবারের সদস্যরা নিজেরাই ডিজাইন সংগ্রহ করে মুদ্রণ করেছেন। তিনি এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিনের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় শাহবাগে ‘কনসার্ট ফর ঢাকা ৮’ আয়োজন করা হয়েছে, যেখানে জাতীয় কবির গানসহ জুলাই আন্দোলনের জনপ্রিয় গান পরিবেশিত হবে। ওসমান হাদি জানান, “বাংলাদেশ রিভেঞ্জ ব্যান্ড” কোনো পারিশ্রমিক ছাড়াই ভালোবাসা থেকে অংশ নিচ্ছে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার আগেই পাড়া-মহল্লায় গিয়ে জনগণের কাছ থেকে ইশতেহারের প্রস্তাব সংগ্রহ করা হচ্ছে। সেই প্রস্তাবগুলো রিসার্চ টিম সাজিয়ে সমাধানের খসড়া তৈরি করছে, যা শিগগিরই জনগণের সামনে তুলে ধরা হবে।
ঢাকা-৮ নিয়ে মানুষের আগ্রহের কারণ ব্যাখ্যা করে হাদি বলেন, রাজধানীর চাঁদাবাজি, দখলদারিত্ব ও প্রশাসনিক অনিয়মের বড় অংশই এই এলাকায় কেন্দ্রীভূত। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ন্যায়, জবাবদিহি ও সুশাসনই হবে তার কাজের মূল ভিত্তি।

আপনার মতামত লিখুন :