মানবরচিত জীবনব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেয়া জীবনবিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কুষ্টিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত দিনব্যাপী এই জনসভায় বিপুল মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এসময় চলমান অপরাজনীতি ও হানাহানির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
হেযবুত তওহীদের এই শীর্ষনেতা বলেন, এদেশে যতই ক্ষমতার পালাবদল ঘটুক, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না। অতীতের মতো আগামী দিনেও যারা ক্ষমতায় আসবেন তারাও স্বৈরাচারী হয়ে উঠবেন। চলমান সিস্টেমই তাদেরকে স্বৈরাচারী করে তুলবে।
তিনি বলেন, মানুষ চলমান দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি চায়। কিন্তু তাদের মুক্তির পথ রুদ্ধ করে রাখা হয়েছে। একটি জাতিবিনাশী ব্যবস্থার মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে। এই শিকল ভেঙে বেরিয়ে আসার সময় এসেছে। তিনি মানবরচিত জীবনব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেয়া জীবনব্যবস্থা গ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ইসলাম কেবল নিছক ধর্মকর্মের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আল্লাহপ্রদত্ত এই জীবনব্যবস্থাই কেবল পারে মানুষকে শান্তির পথ দেখাতে।
এর আগে শীতের সকালে তীব্র কুয়াশা উপেক্ষা করে কুষ্টিয়া ও এর আশেপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন হাজারো নেতাকর্মী ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ। সকাল গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিশাল সভাস্থল।
খুলনা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, রুফায়দাহ পন্নী, ডাক্তার মাহবুব আলম মাহফুজ, এস এম সামসুল হুদা ও রিয়াদুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সভাপতি মো. জসেব উদ্দীন, কুষ্টিয়া জেলা সভাপতি মো. আক্কাস আলী প্রমুখ।

আপনার মতামত লিখুন :