জামায়াত হইলো ডিরেক্টর, এনসিপি হইলো অভিনেতা বলে মন্তব্য করেছেন, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শো’তে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনার এক পর্যায়ে ৫ আগস্টের ঘটনাবলির প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের ২টা রূপ। তার ভাষায়, বিএনপির জমি, বিএনপি ধান লাগাইছে, বিএনপি ধান হলুদ করছে- কাইটা দিছে ছেলেরাসহ (এনসিপি) সব মানুষ। আর তারা বলতেছে, ‘আমরা কাটছি, কাজেই এই ধান আমাদের। এনসিপি কি পৃথক রাজনৈতিক দল- এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, ‘এনসিপির সব ছেলেরা জীবনে শিবির করে আসছে। কেউ কেউ ছাত্রলীগের সঙ্গেও দেখা গেছে এমন দেখা গেছে বলার পর, তিনি বলেন, ওরাতো ছাত্রলীগের (নিষিদ্ধ) সাথে মুনাফিকী করছে।
ফজলুর রহমান আরও বলেন, ‘আমি এদের কর্মকাণ্ডে তাদের জামায়াত বলি। জামায়াত হইলো ডিরেক্টর, আর এই ছেলেরা হলো অভিনেতা। এরা ৫ই আগস্ট অভিনয় করছে জামায়াতের কথায়। পিছনে কিন্তু জামায়াত।

আপনার মতামত লিখুন :