বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জামিন পাওয়ার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক ৩৫ জন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১ জন, কেন্দ্রীয় কারাগার পার্ট–১ থেকে ২ জন এবং পার্ট–২ থেকে ৩২ জন সাবেক বিডিআর সদস্য রয়েছেন। আদালত গত বৃহস্পতিবার মোট ৫৩ জন আসামির জামিন মঞ্জুর করেন। আজ দুপুরে তাদের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই–বাছাই শেষে সন্ধ্যায় ওই ৩৫ জনকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, দুপুরে একজন সাবেক বিডিআর সদস্যের জামিন সংক্রান্ত কাগজপত্র হাতে পেয়ে তা যাচাই শেষে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–১ এর সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা বলেন, পার্ট–১ ইউনিট থেকে দুইজন সাবেক বিডিআর সদস্যকে তাদের জামিনের কাগজ যাচাইয়ের পর মুক্তি দেওয়া হয়েছে।
এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–২-এর সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, পার্ট–২ থেকে ৩২ জন সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজ আজ দুপুরে হাতে পৌঁছায়। পরবর্তী যাচাই–বাছাই সম্পন্ন হলে সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়।
জামিনপ্রাপ্ত বাকিদের কাগজপত্র যাচাইয়ের পর পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :