বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জামিন লাভের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক ৩৫ জন বিডিআর সদস্য। সোমবার (২৪শে নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে তারা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হয়ে আসেন।
কারাগার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে আদালতের জামিন আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ বিকেলজুড়ে নথিপত্র যাচাই-বাছাই করে। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১ জন, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ২ জন এবং পার্ট-২ থেকে সর্বোচ্চ ৩২ জন কারামুক্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, জামিনের নথি যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় একজনকে মুক্তি দেওয়া হয়েছে। একইভাবে পার্ট-১ ও পার্ট-২ কারাগারের সিনিয়র জেল সুপার যথাক্রমে আবু নূর মো. রেজা ও মো. আল মামুন বাকি সদস্যদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ বন্দীজীবন শেষে জামিন পেয়ে কারামুক্ত হওয়ায় কারাগার ফটকে অপেক্ষায় থাকা স্বজনদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

আপনার মতামত লিখুন :