কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৫, ১১:৪১ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩০ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত ৯ টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ‘অন্তরা’ নামে যাত্রিবাহী পরিবহনে অভিযান চালিয়ে চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক জব্দ করেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইয়াসিন সাদেক। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করনে। এছাড়া নিষেধাজ্ঞাকালী সময়ে সামুদ্রিক মাছ পরিবহন করবেনা এ মর্মে মুচলেখা দিলে বাস ও চালককে ছেড়ে দেয়া হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। সমুদ্র থেকে আহোরিত এ মাছগুলো সাগর পাড়ের ধুলাসার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানায় মৎস্য কর্মকর্তা।

উল্লেখ্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা।

Link copied!