ঝিনাইদহে ৩’শ পরিবারের মাঝে সংসদ সদস্য’র খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৬ মে ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের আদর্শপাড়ায় নিজ বাস ভবনে ৩’শ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে চাল, ডাল, আলু, তেল, লবনসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাবার পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

ঝিনাইদহে বাস শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণঝিনাইদহে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বাস শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের আরাপপুরে জনি পরিবহণের পক্ষ থেকে অসহায় ১৩০ জন বাস শ্রমিকদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে সবার মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জনি পরিবহনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হান্নান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ বাস মিনিবাস মালিক সমিতির রোকনুজজামান রানু, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিযার রহমান খান, আসাদুজ্জামান পাতা। করোনা মহামারীর প্রভাবে বিপাকে পড়া কর্মহীন হয়ে পড়া কলার ম্যান ও লাঠিয়ালরা চাল, ডাল, আলু, লবণসহ খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :