ফতুল্লায় কর্মহীন মানুষের মাঝে শরিফুল হকের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৯ মে ২০২০

সংবাদ নারায়ণগঞ্জ: করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংকট মোকাবেলায় নিম্ন আয়ের ঘরবন্দি ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরিফুল হক। (১৯ মে) মঙ্গলবার দুপুরে ফতুল্লার বিভিন্ন এলাকায় মহামারীর বিস্তার রোধে নিম্ন আয়ের ঘরবন্দি পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল ২ কেজি, ডাল, তেল ১ কেজি, লবণ, সেমাই, চিনি, মুরগি ২টি ইত্যাদি। খাদ্যসামগ্রী বিতরণ শেষে আবু মো. শরিফুল হক বলেন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা করোনার কারণে বাড়িতে থেকে অসহায় হয়ে পড়েছেন। তাদেরকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ মাঝে বিতরণ করছি।

এবং সেই সাথে সকল সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করতে পারাই আমার ও সাব্বির আহম্মেদ রনির এ আয়োজনের ম‚ল লক্ষ্য। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে মানুষের সেবায় কাজ করে যেতে চাই। ঈদে দেশের বিভিন্ন সংগঠনগুলোর সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যে এগিয়ে আসা উচিত।  এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা কাজল, শাওন প্রমুখ ।

 

আপনার মতামত লিখুন :