কুয়াকাটায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সমৃদ্ধ বিস্কুট বিতরন

প্রকাশিত : ২ জুন ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথামিক ও গন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পটুয়াখালীর কুয়াকাটা ৬০ নং লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১০ শিক্ষার্থীর মাঝে পুষ্টি সমৃদ্ধ বিস্কুট বিতরণ করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান প্রত্যাশা বাংলাদেশ। শিক্ষার্থী প্রতি ৩০ প্যাকেট করে এ উচ্চ শক্তি সম্পন্ন বিস্কুট দেয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুসারে করোনা ভাইরাসের মহামারী চলাকালীন সময়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের হাতে স্কুল ফিডিং প্রোগ্রামের বিস্কুট পৌছে দেয় প্রত্যাশা বাংলাদেশের ফিল্ড অফিসার মোঃ যুবায়ের আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ৬০ নং লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহবুব আলম আকন, সহ সভাপতি মোঃ ইসমাইল প্যাদা,সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলামসহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

আপনার মতামত লিখুন :