কুমিল্লায় ৩ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, করোনা আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত : ৭ জুন ২০২০

কুমিল্লা বুড়িচংয়ের কোরপাই পূর্বপাড়া এলাকার বাবা বারেক বেপারি (৭২) ও ছেলে শাহ আলমের (৫২) জানাজা ও দাফন কাজ একসঙ্গেই সম্পন্ন হয়েছে। আজ রোববার দুপুর ২টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফনের ব্যবস্থা করা হয়। প্রায় একই সময়ে বাবা-ছেলের মৃত্যুতে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

সকাল থেকে কেউ এগিয়ে না এলেও দুপুরে স্থানীয় মসজিদের ইমাম মুসল্লিসহ স্থানীয়দের কয়েকজন এগিয়ে আসেন। যোহরের নামাজ শেষে জানাজার নামাজ সম্পন্ন হয়। তাদের শরীরে করোনার উপসর্গ ছিল কি না সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। স্বজনরা জানান, অসুস্থতা নিয়ে গতকাল হাসপাতালে গিয়ে কোনো ডাক্তার না পেয়ে বাড়িতে ফিরে আসেন তারা।

এরপর রোববার ভোর আনুমানিক ৪টায় বাবা বারেক বেপারি হৃদক্রিয়া বন্ধ হয়ে এবং সকাল ৭টায় শাহ আলম ডায়াবেটিস, জ্বর ও পাতলা পায়খানা জনিত রোগে মৃত্যুবরণ করেন বলে জানান পরিবারের লোকজন। একই পরিবারে একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর পর স্থানীয়দের মাঝে করোনা নিয়ে নতুন করে আতঙ্ক ও ভীতি দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন :