শৈলকুপায় চলছে ঐতিহ্যবাহী গাদন খেলা

প্রকাশিত : ১০ জুন ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: এক সময় হা-ডু-ডু, কাবাডি, লাঠিখেলা, গোল্লাছুট, কানামাছি ভোঁ ভোঁ, এক্কাদোক্কা, ডাংগুলি, হাঁড়িভাঙা, গাদন, মোরগ লড়াই, ষাঁড়ের লড়াইসহ অনেক ধরনের গ্রামীণ খেলার প্রচলন ছিলো। কালের বিবর্তনে এসব খেলার অধিকাংশই হারিয়ে গেছে। গ্রামীণ খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে ঝিনাইদহের শৈলকুপায় দেখা মেলে গ্রামীণ ঐতিহ্যবাহী গাদন খেলা।

দুপুরের পর থেকে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে এ গ্রামীণ খেলার আয়োজন করা হয়। দুপুর থেকেই খেলা দেখার জন্য শিশু, নারী-পুরুষ ও বৃদ্ধ সহ সব বয়সী দর্শক এসে আনন্দ উপভোগ করার পাশাপাশি অনেকে খেলায় অংশগ্রহণও করে। খেলায় অংশগ্রহণকারী একজন বলেন, ঐতিহ্যবাহী গাদন খেলা গ্রামীণ সমাজের প্রাণ।

আমাদের অঞ্চলের মানুষের প্রাচীন খেলা ছিল গাদন । ছোট ভাইদের মোবাইল, ল্যাপটপ সহ কৃত্তিম গেমস খেলা থেকে দূরে সরিয়ে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে অন্তত তারা কৃত্তিম খেলায় আসক্ত থেকে সরে এসে শরীর ও মন ভালো রাখতে পারবে।

 

আপনার মতামত লিখুন :