কলাপাড়ায় ১ দিনের সমবায় ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭ জুন ২০২০

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট জেলা সমবায় কার্যালয়, পটুয়াখালী আয়োজনে উপজেলা সমবায়ীদের এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা দরবার হলে পাঁচটি সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহনে সমবায় সমিতির ব্যবস্থাপনা, মূলধন গঠন ও আয়বর্ধন কর্মসূচী গ্রহন সংক্রান্ত বিষয় নিয়ে ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমবায় অফিসার মো. ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নিবার্চন অফিসার আঃ রশিদ, সহকারি পরিচালক সিপিপি আছাদুজ্জামান খান, পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির দপ্তর সম্পাদক বি.এম খালেক। এসময় উপজেলা সমবায় কার্যালয় সহকারি পরিদর্শক দীলিপ বাবু, ফ্যাসিলেটটর মো.মনিরুজ্জামান পরাগসহ বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :