গলাচিপায় করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত : ২৯ জুন ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। রবিবার বিকাল ৩টায় উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদে ১ হাজার হত দরিদ্র ও ক্ষতিগ্রস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাকিব মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাক অফিসার মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ইউপি সদস্য মো. সায়েম, মো. মাসুম, মোতলেব গাজী, সাংবাদিক মস্তফা কামাল খান প্রমুখ।

এ সময় মো. রাকিব মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ঘূর্ণিঝড় আম্ফানের বিষয়টি তদারকি করছেন। তাঁর নির্দেশে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতি পরিমাপের কাজ শুরু করেছে। যাতে সকল ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি সহায়তা পান। সেদিকে তার দৃষ্টি আছে। তারই ধারাবাহিকতায় ডাকুয়া ইউনিয়নের সকল ওয়ার্ডে হত দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তিনি ডাকুয়া ইউনিয়নের সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা প্রকাশ্যে কিছু বলতে না পারেন তারা আমাকে ফোন করে বলবেন আমি আপনাদের বাড়িতে খাদ্য সহায়তা প্রেরণ ব্যবস্থা করব। সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচান।

 

আপনার মতামত লিখুন :