উপকূলীয় অঞ্চলে স্থায়িত্বশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা

প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ‘‘উপকূলীয় অঞ্চলে স্থায়িত্বশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা’’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশ এর আয়োজনে কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াটারকিপারস’র গবেষক আরাফাত জুবায়ের, পরিবেশ আন্দোলন মোংলা জোনের সভাপিত নুরে আলম, কলাপড়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস এম মোশাররফ মিন্টু।

এছাড়া অন্যান্যদের বক্তব্য রাখেন, সাংবাদিক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, মিলন কর্মকার রাজু, রুমানইমতিয়াজ তুষার, ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.ফরিদ উদ্দিন, উপক‚লী জনকল্যান সংঙ্গের সভাপতি মো.জয়নাল আবেদিন, উপজেলা নদী সুরক্ষা কমিটির সম্পাদক পল্লী চিকিৎসক রুহুল আমিন বাচ্চু, নরী নেত্রী মোসা.মর্জিনা মন্নান গাজী প্রমুখ।

বক্তার দেশের সকল নদীর দূষন রোধে কার্যকরী পদক্ষেপ, ভরাট হয়ে যাওয়া নদীগগুলোর নব্যতা ফিরে আনাসহ দখল হওয়া নদী উদ্ধারের দাবী জানান। এছাড়া পরিবেশ রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান। অনুষ্ঠান সঞ্চলনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু। কর্মশালায় বিভিন্ন সামাজিক সংগঠেন প্রতিনিধি ও স্থানীয় গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :