কলাপাড়ায় সাংসদ মহিব’র পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি,২৫ অক্টোবর।। পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দূর্গাপূজা’র মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্জ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব। শনিবার রাতে পৌরশহরের বাদুরতলী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ এবং চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন সবুজ সংঘ দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ী’র পুকুরের গাইড ওয়াল, মাঠ ভরাট এবং চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ’র মাঠ ভরাট করন সহ পূন্যার্থীদের বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতে একটি ডিপ টিউবওয়েল প্রদানের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, এমপি’র সহধর্মীনি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস,পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর আওয়ামীলীগের সম্পাদক ও বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দীন আহমেদ মাসুম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী, এড্যভোকেট নাথুরাম ভৌমিকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ উপজেলায় এবার ১৭টি পূজা মন্ডপে দূর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসকল মন্ডপে উৎসব চলাকালীন সময় পূন্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়ের করা হয়েছে। এছাড়া সরকারী অনুদান হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

 

আপনার মতামত লিখুন :