আগৈলঝাড়ায় সপরিবারে পূজা দেখতে এলেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা দেখতে সপরিবারে এলেন বিভাগীয কমিশনার। তারা উপজেলার বেশ কয়েকপি মন্ডপে পূজা পরিদর্শন করে গৈলার ঐতিহাসিক মনসা মন্দিরও পরিদর্শন করেন।

এসময় তার সাথে স্ত্রী, কন্যাসহ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম ও তার স্ত্রী, উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব পিয়াস দাস, থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, শিক্ষক নেতা দাশগুপ্ত আশীষ কুমার, মন্দির কমিটির সভাপতি (ভা:) তারক চন্দ্র দে, কোষাধ্যক্ষ সুশান্ত কর্মকার, সদস্য কাজল দাশগুপ্ত প্রমুখ। পরে কর্মকার বাড়ির পূজামন্ডপে আয়োজিত এক আলোচনা সভায় তারা অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন।

আপনার মতামত লিখুন :