গলাচিপায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: পটুয়াখালী প্রতিনিধি: আজ ২১ নভেম্বর জাতীয় সশস্ত্র দিবস। “সকলের তরে সকলেই আমরা সর্বত্রই আমরা দেশের তরে” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় বিনা মূল্যে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয় ।

শনিবার সকাল ১০ টায় গলাচিপা অফিসার্স ক্লাবে সিনিয়র ওয়ারেন্ট অফিসার গাজী মো. মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার আশিষ কুমার, বিশেষ অতিথি অবঃ ওয়ারেন্ট অফিসার মো. মতিউর রহমান, সাজেন্ট মো. মাঈনউদ্দিন ও বাবুল মীর।

আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার বলেন, দেশের স্বাধীনতার যুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা জাতি চীরদিন স্বরণ রাখবে। তিনি ৪১ তম সশস্ত্র বাহিনী দিবসের প্রতি শ্রদ্ধা জানান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং সশস্ত্র বাহিনী শহীদ যোদ্ধাদের প্রতি দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

আপনার মতামত লিখুন :