আগৈলঝাড়ায় লিগ্যাল এইডের সংবেদনশীল সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ইউএচএআইডি প্রোমোটিং পিস এ্যান্ড জাস্টিস একটিভিটি’র (পিপিজে) অর্থায়নে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে উপজেলা পরিষদ হলরুমে বরিশাল ও মাদারীপুর জেলা লিগ্যাল এইড এসোসিয়েশনের উদ্যোগে অসহায় গরীব-দু:খী মানুষের আইনী সহায়তা প্রদানে তৃণমূল পর্যায়ে আইনী সেবা পৌঁছে দেয়ার লক্ষ নিয়ে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

লিগ্যাল এইড উপজেলা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লিগ্যাল এইড উপজেলা শাখার সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, চেয়ারম্যান বিপুল দাস, শিক্ষক পদ্মাবতী হালদার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত ও পিপিজে বরিশাল অঞ্চলের প্রকল্প সমন্বয়কারী আবুল মনসুর আবদুল্লাহ প্রমুখ।

আপনার মতামত লিখুন :