সোনারগাঁয়ে ভ‚মিহীন শতাধিক পরিবারের মধ্যে চাবি ও জমির দলিল হস্তান্তর

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১

মুজিববর্ষ উপলক্ষে সোনারগাঁয়ে ভূমি ও গৃহহীন প্রায় শতাধীক পরিবারের মধ্যে শনিবার ( ২৩ জানুয়ারী ) উপজেলা অডিটোরিয়ামে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। সোনারগাঁ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সোনারগাঁ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমির দলিল ও ঘরের চাবি হস্থান্তর করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কর্মকর্তা মোস্তফা মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাহমুদা ইসলাম ফেন্সি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব এ্যাডভোকেট সামসুল ইসলাম ভ‚ঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে জমি ও ঘরের মালিকানা দলিল হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :