দশমিনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২১

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় গতকাল রবিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পন করেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আমনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস.এম.শাহাজাদা সাজু এমপি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন। প্রশাসনের পরেই বাংলাদেশ আওয়ামী লীগ দশমিনা উপজেলা শাখার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া এবং সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন। পরে আ’লীগের অঙ্গসংগঠন শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।

 

আপনার মতামত লিখুন :