শিক্ষার্থীকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধর, মাদরাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত : ২২ মার্চ ২০২১

বাগেরহাটের রামপালে শিক্ষার্থীকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধরের মামলায় সৈয়দ মোহাম্মাদ ওসমান গনি (৩০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ মার্চ) রাতে রামপালের শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসা এলাকা থেকে তাকে আটক করে।

তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইগাতি এলাকার হাসান আলীর ছেলে। এর আগে ওইদিন সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা মো. মনি শেখ বাদী হয়ে শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনির বিরুদ্ধে মামলা করেন। আহত শিক্ষার্থী মো. শুকুর শেখ (১১) শ্রিফলতলা উত্তরপাড়া হাজী আরিফ কেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার নজরানা বিভাগের শিক্ষার্থী।

থানা পুলিশ জানায়, রোববার (২১ মার্চ) সকালে পড়াশুনার না করার অপরাধে মাদরাসার ফ্যানের রডের সঙ্গে ঝুলিয়ে শিক্ষার্থী মো. শুকুর শেখকে মারধর করেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেন। শিক্ষার্থীর শারীরিক অবস্থা এখন ভালো। সে বাড়িতে রয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, শিক্ষার্থীকে মারধরের মামলায় মাদরাসা শিক্ষক সৈয়দ মোহাম্মাদ ওসমান গনিকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :