শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলা দ্রুত বিচারের দাবি

প্রকাশিত : ২৫ মার্চ ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। বুধবার (২৪ মার্চ) দুপুরে শাল্লার গুঙ্গিয়ারগাও বাজারে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওলিউর রহমান,সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আল আমীন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মো. আবুল লেইচ, উপজেলা কুষকলীগের সভাপতি কাজল বরণ চৌধুরী, উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু প্রমুখ।

একই দাবিতে হবিবপুর ইউনিয়নবাসী উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল করেছে। তারা মিছিল সমাবেশ করে মামলাটি দ্রুত বিচার আইনে নেওয়ার দাবি জানিয়ে শাল্লা থানার ওসির মাধ্যমে পুলিশ সুপার বরাবর লিখিত দাবি জানিয়েছে। মামলাটি দ্রুত বিচার আইনে না নিলে আসামিরা সহজে জামিনে বেরিয়ে এসে এলাকার পরিস্থিতি আরও অশান্ত করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :