কয়েকদিনের ভারি বৃষ্টিতে গাইবান্ধার সবকটি নদ-নদীর পানি বাড়ছে

প্রকাশিত : ৫ জুলাই ২০২১

গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘটসহ সবকটি নদ-নদীর পানি বাড়ায় আতঙ্ক নদীপাড়ের বাসিন্দাদের মাঝে। শেরপুরে পানি বাড়েনি। শেরপুরে বৃষ্টিতে চেল্লাখালী, ভোগাই, মহারশী, মালিঝি, সোমেশ্বরী, মৃগী ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি স্থিতিশীল রয়েছে। জেলার ৪টি উপজেলার ১৩টি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে ২৩০ হেক্টর রোপা আমনের বীজতলা ও ১০হেক্টর সবজি আবাদ পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া, কমছে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অধিকাংশ নদ-নদীর পানি। বন্যাকবলিত এলাকায় বাড়িঘর থেকে পানি নামতে শুরু করলেও এখনো দুর্ভোগে ফেনী, কুড়িগ্রাম ও ময়মনসিংহের নিচু এলাকার বাসিন্দারা।

এদিকে নদ-নদীর পানি কমা-বাড়ার মধ্যেই বিভিন্ন স্থানে তীব্র হচ্ছে নদীভাঙন। আবহাওয়া অধিদপ্তরের আগাম পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে চলতি মাস জুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এতে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ২৩ জেলার নিম্ন এলাকায় মাঝারি বন্যার আশংকা রয়েছে। যা স্থায়ী হতে পারে ১৫ থেকে ২০ দিন।

আপনার মতামত লিখুন :