খুলনা বিভাগে ভয়াবহ রূপ নিয়েছে করোনা, একদিনে মৃত্যু ৭১

প্রকাশিত : ৯ জুলাই ২০২১

খুলনা বিভাগে ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের প্রকোপে অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ওই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে এক হাজার ৬৫৬। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে দু’জন, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ১৮৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৪৮৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৪ হাজার ৭২৭ জন।

 

আপনার মতামত লিখুন :