সাপাহারে বিধি-নিষেধের ১২তম দিনেও অভিযান ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

প্রকাশিত : ১২ জুলাই ২০২১

হাফিজুল হক, সাপাহার, নওগাঁ: নওগাঁর সাপাহারে করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধি-নিষেধের ১২তম দিনেও অভিযান ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী টিমের সহযোগিতায় উপজেলা সদর, খঞ্জনপুর, উমইলহাট, জবই মাদ্রাসা মোড়, পাহাড়িপুকুর, কলমুডাঙ্গা, দিঘীরহাট ও নিশ্চিন্তপুর এলাকায় বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।

অভিযান পরিচালনাকালে বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টে ব্যক্তি ও প্রতিষ্ঠানদেরকে বিভিন্ন পরিমাণে অর্থদন্ড দেওয়া হয়। এসময় ওই এলাকায় প্রকৃত অস্বচ্ছল ও কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অপরদিকে ওইদিন উপজেলার শ্রীধরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ঢালাই কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

আপনার মতামত লিখুন :