পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

প্রকাশিত : ২৪ জুলাই ২০২১

কলাপাাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সৃষ্টি লঘুচাপের প্রভাবে ক্রমশই সাগর বক্ষ উত্তাল হয়ে উঠেছে। এর ফলে বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে সাগর ও বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।

এছাড়া উপক‚লীয় পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার সকাল থেকে কখনো ভারি, আবার কখনো হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। দিনভর থেমে থেমে বৃষ্টির কারনে ক্ষতির শংকা করেছেন চাষীরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পায়রা সমুদ্র বন্দরসহ সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় কলাপাড়ায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলারসমূকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সেই সাথে দেশের দক্ষিনাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা সাংবদিকদের জানিয়েছেন আবহাওয়া আফিস।

 

আপনার মতামত লিখুন :