জলাবদ্ধতা নিরসনে কলাপাড়ায় কৃষক সমাবেশ

প্রকাশিত : ২ আগস্ট ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: জলাবদ্ধতা নিরসনে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে পৗরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচীতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে তার উপজেলা নির্বার্হী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করেন।

উপজেলা শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্যে দেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার যুগ্নআহবায়ক শিক্ষক আতাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন’ গত এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের কারনে উপজেলার ১২ টি ইউনিয়নের খাল, বিল নদী, নালা পানিতে পানিতে টই-টুম্বর হয়ে আছে। মাছ শিকারের স্বার্থে এক শ্রেনীর মানুষ বিভিন্ন পয়েন্টে বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এতে হাজার হাজার কৃষক আমন বীজতলা তৈরী করতে পারছে না। এছাড়া জলাবন্ধতার কারনে অধিকাংশ কৃষকের বর্ষাকালীন সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। বক্তারা অচিরেই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, কৃষক সমিতির দেয়া স্মারকলিপি পেয়েছে। সরকারী খালের অবৈধ বাঁধ অপসারন উপজেলা প্রশাসনের রুটিন ওয়ার্ক। ইতোমধ্যে ধানখালী ইউনিয়নের খাল থেকে ১৫টি অবৈধ বাঁধ কেটে দিয়ে জলাবদ্ধতা নিরসন করা হয়েছে। তবে ¯øুইজগেট’র বিষয়টি পানি উন্নয়ন বোর্ড’র অধীন। পানি উন্নয়ন বোর্ড যদি উপজেলা প্রশাসনের সহায়তা চায় তাদের সহায়তা করা হবে।

 

আপনার মতামত লিখুন :