অর্ধকোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ পাচারকারী আটক

প্রকাশিত : ২৪ আগস্ট ২০২১

শেরপুরে নকলায় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ লোকমান হাসান (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর। সোমবার (২৩আগস্ট) রাতে উপজেলার ধনাকুশা (পশ্চিমপাড়া) গ্রাম থেকে তাকে আটক করা হয়। লোকমান ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। রাত আটটার দিকে নকলা উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া (ধনারপাড়) এলাকায় জনৈক সাইফুল ইসলামের মনোহরী দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা লোকমান হাসানকে ৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব আরও জানায়, আটককৃত লোকমান অনেকদিন যাবত তক্ষক কেনাবেচায় জড়িত। পরে রাতেই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আটককৃত লোকমান ও জব্দকৃত তক্ষক নকলা থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ব‌লেন, আমা‌দের অভিযান চলমান থাক‌বে।

আপনার মতামত লিখুন :