গলাচিপায় শতভাগ ভাতা নিবন্ধন প্রক্রিয়ার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করলেন শাহিন শাহ

প্রকাশিত : ২৬ আগস্ট ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২০২২ অর্থ বছরে সামাজিক সহায়তা ভাতার আওতায় শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতা নিশ্চয়তার লক্ষে বিনামূলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অস্থায়ী নিবন্ধন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হোসেন রুবেল এর সহায়তায় এ অস্থায়ী নিবন্ধন কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ জুয়েল, মো. মামুন অর রশিদ, মো. শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ কর্মী সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা। এ সময় শাহিন শাহ বলেন, মাননীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় গলাচিপা ও দশমিনা উপজেলা শতভাগ ভাতার আওতায় আনা হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

 

আপনার মতামত লিখুন :