গলাচিপায় বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত : ১৭ মার্চ ২০২০

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচীর আলোকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শ্রদ্ধায় ১০০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর আলোকে মঙ্গলবার সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন মাল্যদান করে উপজেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী মিছিল বের করে র‌্যালিটী গলাচিপা শহরের প্রধান প্রধান প্রধান সড়ত প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ১২.০১ মিনিটে কেক কেটে জাতির জনকের শুভ জন্মদিন পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সহকারি কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আখতার মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আতিকুর রমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।

পরে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালী -৩ (গলাচিপা দশমিনা ) সংসদ সদস্য এস এম শাহজাদা জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতার আয়োজন করেন। উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহ শ্রদ্ধায় জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেন।

 

আপনার মতামত লিখুন :