কলাপাড়ায় সুনীল-প্রহরী ব্লো-গার্ডকর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সাগর পরিচ্ছন্নতা ও জীববৈচিত্র্য রক্ষায় পটুয়াখালীর কলাপাড়ায় সুনীল-প্রহরী ব্লো-গার্ডকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মৎস্য বন্দর আলীপুরের বিএফডিসি ল্যান্ডিং সেন্টার হলরুমে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

মৎস্য অধিদপ্তরের আওতায় আন্তর্জাতিক গবেষণা সংস্থা এনহ্যান্সড্ কোষ্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিস-২ অ্যাক্টিভিটি এর আয়োজন করে। ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ প্রকল্পের পটুয়াখালী জেলা সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি’র সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎ বন্ধু মন্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক বখতিয়ার রহমান, শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

বক্তারা সৈকতের পলিথিন বর্জ্য, ময়লা আবর্জনা এবং অন্যান্য বর্জ্যের ক্ষতিকর প্রভাব এবং জীববৈচিত্র রক্ষায় বিস্তারিত আলোচনা করা হয়। এ প্রশিক্ষণে ব্লো-গার্ডের ১৮ জন পুরুষ এবং ৬ জন নারী সদস্য অংশগ্রহন করেন।

আপনার মতামত লিখুন :