কলাপাড়ার কুয়াকাটা সৈকতে মানববন্ধন

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: জলবায়ু ঝুঁকিতে উপকূল, চাই টেকসই উন্নয়ন এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সৈকতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় এ কর্মসূচী পালন করা হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে পর্যটকসহ শ্রেনিপেষার মানুষ অংশগ্রহন করেন। পরে পর্যটকদের মঝে মাক্স বিতরন করা হয়। এন এসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধনে কর্মসূচীতে বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক কাজী সাঈদ, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, এনএসএস’র প্রোগ্রাম পরিচালক মো.শহিদুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন ও সাংবাদিক খায়রুল বাশার বুলবুল প্রমুখ।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা উপকুল রক্ষার জন্য সরকারসহ বিশ^াবাসীর নিকট দাবী জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :