শার্শায় কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

প্রকাশিত : ২৮ জুন ২০২২

বেনাপোল প্রতিনিধি: উন্নত পল্লী উন্নত দেশ “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শার্শার বাহাদুপুর স্কুলে কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নায়ারণ চন্দ্র পাল এর সভাপতিত্বে মঙ্গলবার বিকালে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১শ’ শিক্ষার্থীদের মাঝে স্যানেটারি ন্যাপকিনসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সচেতনতায় বাল্যবিবাহ, ইভটিজিং সহ শারীরিক ও মানুষিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন উপস্থিত বক্তারা।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শার্শা উপজেলা শাখার আয়োজনে উপজেলার বাহাদুপুর মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র মহিলাদের জন্য সমম্বিত পল্লী কর্মসংস্থা সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের বাস্তবায়নে দিন ব্যাপি এই সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা মো. আবু বিল্লাহ, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আপনার মতামত লিখুন :