সাপাহারে অভিযান চালিয়ে চায়না‌ রিং জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে

প্রকাশিত : ২৭ জুলাই ২০২২

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে  থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে  উপজেলার হাপুনিয়া ঘাট বিলে ৩২টি রিং জাল ও ৬৪০মিটার চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে দুপুর পর্যন্ত গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে হাপুনিয়া ঘাট থেকে অভিযান চালিয়ে উক্ত অবৈধ  জাল জব্দ করা হয়।
প‌রে অভিযান পরিচালনাকারী সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা জব্দকৃত অবৈধ জাল ওই দিন দুপু‌রে মোবাইল‌কোর্ট মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন  মোতা‌বেক জব্দকৃত জাল গু‌লো জনসম্মুখে আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংশ করা হয়ে‌ছে।
অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার রোজিনা পারভীন ও সঙ্গীয় ফোর্স সহ থানার এসআই মানিক হোসেন।

আপনার মতামত লিখুন :