হঠাৎ চুরি বেড়েছে কলাপাড়ায় দু:শ্চিন্তায় এলাকাবাসী

প্রকাশিত : ২৭ জুলাই ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় চুরির হিরিক পড়েছে। গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্েরর চিকিৎসক কোয়াটারসহ বেশকয়েকটি বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এমন চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতংক। তবে পৌর এলাকার বাসা-বাড়ীতে চুরির ঘটনা পরিকল্পিত এবং সংঘবদ্ধ কোন চোর চক্র এমন ঘটনা ঘটাচ্ছে। এদের খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিৎ বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, সোমবার বিকেলে পৌর এলাকার চৈয়াপাড়া সংলগ্ন একাটি তিনতলা বাড়ীর দরজার তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে আসবাবপত্র সহ মালামাল তছনছ করে নগদ টাকা সহ স্বার্নালংকার নিয়ে যায়। এর আগের দিন পৌর শহরের সদর রোড এলাকার মদিনা টেলিকম নামে একটি ব্যবসায়ি প্রতিষ্ঠানের রাতে সাটারে তালা ভেঙ্গে চোরেরা বেশ কিছু দামিয় মোবাইল ফোন নিয়ে গেছে। এছাড়া রহমতপুর এলাকায় মো.জামান নামে একজনের বাসায় চোরের দল দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ফ্রীজ, টেলিভিশন সহ আসবাবপত্র নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

গত শনিবার দিন দুপুরে চুরি হয় কলাপাড়ায় হাসপাতের চিকিৎসক ডা.জে এইচ খান লেলীনের বাসা। চোরেরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্েরর চিকিৎসকের কোয়াটারের দরজার ছিটকানি ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর বেডরুমে ডুকে আলমিরা ভেঙ্গে স্বর্নালংকার, কাগজপত্র ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতে অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডা.লেলীন জানায়, ঘটনার সময় সে বাসায় ছিলোনা। হাসপাতালে ছিলেন।

টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, টিয়াখালী ইউনিয়নেও এর আগে চুরির হিরিক ছিল,এখন কিছুটা কমেছে। এসব চুরির ঘটনা একটি সংঘবদ্ধ চক্র ঘটাচ্ছে। বাংলাদেশের কমিউনিষ্টপার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার জানান, দিনে দুপুরে একাধিক চুরির ঘটনায় এলাকার মানুষ আতংকিত। তিনিও এ ঘটনায় উদ্বিগ্ন।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, সম্প্রীতি এসব ঘটনার মধ্যে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্্েরর আর.এম.ও ডা.জুনায়েদ হোসেন লেলিনের চিকিৎসক কোয়াটারের কক্ষে চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। তবে বাকী ঘটনার বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি বলে এ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :