গলাচিপায় পানিতে ডুবেছে ঘরবাড়ি স্কুল কলেজ রাস্তা জোয়ারে তলিয়েছে নিম্নাঞ্চল

প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: বঙ্গোপসাগরে লঘু চাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে উপকূলীয় এলাকাসহ গলাচিপার অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়াও বেড়িবাঁধের অন্তত পাঁচটি পয়েন্ট দিয়ে পানি উপচে পড়ে ফসলের খেত ও বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। অন্তত ২ হাজার একর ধান খেত ডুবে গেছে।

ভাইয়ার হাওলা গ্রামের কৃষক আলম হাওলাদার বলেন, লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারে আমাগো এলাকায় আগের চেয়ে পানি বেশি বেড়ে গেছে। এত পানি আগে দেহি নাই। ওয়াবদা উপচে গ্রামে পানি ঢুকে যায়। আমরা এহন কী করমু বুঝতে পারছি না।

আপনার মতামত লিখুন :